Monday, February 1, 2010

সরি জসিম উদ্দিন

এইখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি অই পুকুরের জলে।
এতটুকু তারে ঘরে এনেছিনু প্যাচাঁর মতন মুখ,
মন্টুর সাথে বিয়ে ভেঙ্গে গেল বলে কেঁদে ভাসাইত বুক।
এ বাড়ি ও বাড়ি ঘুরিয়া ফিরিতে ভাবে হইতাম সারা,
সারা বাড়ি ভরি এত কালি মোর ছড়াইয়া দিল কারা।
সোনালী ঊষায় প্যাঁচা-মুখ তার আমার নয়নে ভরি,
লাঙ্গল লইয়া ছুটে যাইতাম গায়ের ও পথ ধরি।
যাইবার কালে ফিরে ফিরে তারে দিতাম গালি কত,
এ কথা লইয়া ভাবীসাব মোর সাথে ঝগড়া করিত শত।
বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা,
আমারে দেখিতে যাইওনা কিন্তু উজান তলির গাঁ।
শাপলার হাটে তরমুজ বেঁচি ছ'পয়সা করি দেড়ী,
জুতার মালার একছড়া নিতে কখনো হতনা দেরি।
দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে,
সন্ধাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে।
হেসোনা হেসোনা দাদু সেই জুতার মালা পেয়ে,
দাদিযে তোর কত বেজার হত দেখতিস যদি চেয়ে।
ঝাটা নেড়ে নেড়ে কহিত শাসিয়ে আবার তুই এলি,
ঝাটার বাড়ি খাবি না এই মুহুর্তে গেলি।


খুব খারাপ এটিচুড দেখানো হয়ে থাকলে বলবেন। মুছে দিব পোস্টটি।

1 comment:

Coders Heaven said...
This comment has been removed by the author.